Text Share Online

পেকুয়া উপজেলা ছাত্রদলের বিবৃতি-চোরের কোনো দলীয় পরিচয় নেই

পেুকয়ায় চুরি করতে গিয়ে সাবেক ছাত্রদল নেতা আটক দাবী করে সামাজিক যোগাযোগসহ বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়া বিষয়টি দলীয় নয়, ব্যক্তিগত দায় বলে অভিহিত করে বিবৃতি দিয়েছেন পেকুয়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নাইমুর রহমান হৃদয়। বিবৃতিতে এ ঘটনার সাথে দলের কোনো সম্পর্ক নেই বলে উল্লেখ করেন তিনি।

নিজের ফেসবুকে দেয়া বিবৃতিতে তিনি লিখেছেন, “যে চোর, সে চোর।চোরের কোনো দলীয় পরিচয় নেই। ব্যক্তির দায় কখনো দল নেবে না”। পাশাপাশি তিনি মগনামা ইউনিয়নে ছাত্রদলের কোনো কমিটি দেয়া হয়নি বলেও জানান বিবৃতিতে।

মগনামায় গরু চুরি করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়ে খোরশেদ, পরে তাকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

Share This: